কোর্স

গেট ক্রিয়েটিভ উইথ ফটোগ্রাফি

অনলাইন ফটোগ্রাফি কোর্স

10
সেসন্স
10
সপ্তাহ
10
টা ভাষা
10,000 + GST
ফিইস

একটা সুন্দর ছবি তোলার জন্য ঠিক কি লাগে? দৃষ্টি (কল্পনা), camera এবং তার hardware সম্পর্কে জ্ঞ্যান, light আর তার নানান quality - র বিষয়ে জানা, আর design এবং colour কিভাবে একটা ছবি থেকে একটা গল্প তৈরি করে সেটা বোঝা। এই সমস্ত কটা জিনিস যত ভালো করে বুঝতে পারবেন তত সহজেই একটা সুন্দর ছবি তুলতে পারবেন। এই online photography course আপনাকে ছবি তোলার বিষয়ে একেবারে basic কিছু জিনিস ভালো করে বুঝতে সাহায্য করবে, যাতে আপনি আপনার interest – এর বিষয়ে সুন্দর ছবি তুলতে পারেন। সে আপনি travel photography করুন, বা landscape photography করুন, people বা portrait photography করুন, street photography করুন বা wildlife photography করুন।

Enroll Now

আপনি কি শিখবেন

10 টি কারণে এলএলএ অনলাইন কোর্স বিশেষ করে?

  1. ইকবাল মোহামেদের ডিসাইন - এটা design করেছেন Iqbal Mohamed – এই programme – টা design করেছেন Iqbal Mohamed, যিনি একজন বিক্ষ্যাত professional photographer, যিনি ভারতে professional photography education প্রথম শুরু করেছেন এবং Light & Life Academy র প্রতিষ্ঠা করেছেন। এর থেকে LLA Online – এর course গুলো technical depth এবং clarity পায়। Iqbal Mohamed – এর ব্যাপারে আরো জানুন
  2. কাঠামোবদ্ধ কোর্স - এই course – টা আপনাকে সব কিছু step by step শেখাবে যাতে সবাই একই system – এ শিখতে পারে। LLA Online দেখে যে, সব participant – রাই যেন এমনভাবে এগোতে পারে যাতে তারা তাদের creativity – টা কে সহজেই প্রকাশ করতে পারে
  3. ব্যবহারিক জ্ঞ্যান - এই programme – টা খেয়াল রাখে যে একজন student যেন শুধু theory না শেখে আর দেখে যে প্রত্যেকটা জিনিস শেখার পর একটা করে যেন assignment থাকে যাতে একটা বাঁধা সময়ের মধ্যে আপনাকে ছবি তুলে তা review – এর জন্য submit করতে হবে। এর থেকে subject – টা কে আরো গভীরভাবে আর আরো detail – এ বোঝা যায়
  4. পরামর্শদাতার বার্তা - আমাদের প্রাক্তনিদের একটা বিশেষ দল যার মধ্যে সবাই এখন professional photographer তারা আপনার জমা দেওয়া assignment – টা কে review করবেন এবং আপনাকে আপনার কাজের মান কি করে আরো বাড়ানো যায় তা আপনাকে বোঝাবেন। সব থেকে ভালো ব্যাপার হল আপনার কোনো assign করা পরামর্শদাতা থাকবে না, তাই আপনার কাজ নানান সময়ের নানান photographer – এর দ্বারা reviewed হবে।
  5. সমগত্রিয়দের রিভিউ - প্রত্যেক participant – এর কাছে সুযোগ আছে forum – এ অন্য participant – দের কাজ review করার। এই forum interaction – এর মাধ্যমে আরো অনেক কিছু শেখা যাবে আর student – দের motivation বাড়বে।
  1. নানান ভাষা - এটা 9 – টা ভারতীয় ভাষায় পাওয়া যায় (Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Tamil, Telugu) English ছাড়া। তাতে student – রা তাদের নিজেদের পছন্দমত ভাষায় শিখতে পারবেন।
  2. LLA – র থেকে অনুপ্রাণিত হয়ে আরো গভীরে গিয়ে বিষয়বস্তু কে বোঝার চেষ্টা করা - 17 বছর ধরে Light and Life Academy – র classroom – এর মধ্যে ছবি তোলা শেখানোর পর, LLA Online সেই একই জিনিসটা online করার চেষ্টা করছে। এই Get Creative with Photographyএকটি যথেষ্ট কোঠিন course. এই কয়েক বছরে আমরা বুঝতে পেরেছি যে সপ্তাহে কিছুটা সময়ে সরিয়ে রেখে এই course – এর প্রতি দিলে তবেই সঠিকভাবে শেখা যায়।
  3. বৈচিত্রময় অভিজ্ঞ্যতা - LLA Online – এর অগাধ experience রয়েছে professional photographer – দের শিক্ষ্যা দেওয়ার ক্ষেত্রে, কারণ তারা এই কাজ বহুদিন ধরে Academy – তে করে এসেছেন। এতে নানান background – এর নানান student – এর ঠিক কিসের দরকার হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।
  4. উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র - একবার সমস্ত assignment শেষ করার পর, সেগুলো সঠিকভাবে করার পর LLA Online এই achievement – এর জন্য একটা certificate দেবে।
  5. LLA Online Club – এর মেম্বারশিপ - যে সমস্ত student – দের certificate of completion দেওয়া হচ্ছে তারা সঙ্গে সঙ্গে LLA Online Club – এর member হতে পারবে। এর থেকে সে গোটা LLA Online পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর সেখান থেকে সে পরবর্তি course এবং vlog – এর ব্যাপারে update পেতে থাকবে

প্রোগ্রাম কিভাবে এগোতে থাকবে

আপনি যে কোনো সময়ে এই programme – টা তে enroll করতে পারেন। একবার enroll করার পর প্রথম সোমবার থেকে programme শুরু হবে। আপনাকে আপনার LLA Online credential দেওয়া হবে (username আর password) আর আপনাকে একটা group – এর মধ্যে রাখা হবে (যেখানে আপনি ছাড়াও অন্য student থাকবে) discussion আর feedback – এর জন্য।

আপনার enrolment – এর পরের সোমবার আপনি LLA Online – এর প্রথম session – টা সেখানে পাবেন। এর content video, কিংবা PDF কিংবা এই দুই format – এই থাকতে পারে, কিংবা একটা multimedia presentation – ও হতে পারে। প্রত্যেকটা assignment – এ আপনাকে কিছু ছবি তুলতে হবে আর group – এর forum – এ পরের রবিবার 11:59 pm – এর মধ্যে upload করতে হবে।

যেমন ধরুন – আপনি যদি সোমবার 18 – ই September আপনার course শুরু করে থাকেন তাহলে আপনাকে ছবি তুলে তা 23rd September (রবিবার) 11:59pm – এর মধ্যে জমা দিতে হবে

মনে রাখবেন – আপনি একটা assignment – এর জন্য একটা করে ছবিই upload করতে পারেন। আপনাকে আপানের তোলা শ্রেষ্ঠ ছবি বেছে নিয়ে upload করতে হবে

ফোরাম কিভাবে কাজ করবে

  1. আপনি আপনার assignment – এর জন্য যে ছবিটা তুলেছেন যা রবিবার মধ্যরাতের মধ্যে যে কোনো সময়ে assignment heading দিয়ে upload করতে পারেন
  2. আপনি forum – এ বাকিরা যে সমস্ত ছবি post করছে তা দেখতে পারেন
  3. আপনি অন্যদের ছবিগুলো কে 1 – 5 টা star – এর rating দিতে পারেন। যেখানে 5 সব থেকে বেশী
  4. আপনি forum – এর অন্য যে কোনো ছবি নিয়ে কথা বলতে পারেন
  5. আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাও লিখতে পারেন যাতে forum – এর member – রা এবং LLA Online – এর team – এর member – রা তার উত্তর দিতে পারে।
  6. আপনি assignment – এর deadline – এর আগে আপনার upload করা ছবিটিকে আপনার তোলা অন্য কোনো ছবি দিয়ে replace করতে পারেন।
  7. পরামর্শদাতা – রা আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং forum – এর group – টি কে feedback দেবেন।
  8. আপনার কাজের gradation করে তারপরের বুধবারের মধ্যে forum – এ post করে দেওয়া হবে

জরুরি ঘোষণা
*সমস্ত content English আর 9টি ভারতীয় ভাষায় দেওয়া হবে
*সমস্ত feedback, forum discussion আর প্রশ্ন কেবল মাত্র English – এ করা হবে

পরামর্শদাতাদের প্রতিক্রিয়ার বিষয়ে

পরামর্শদাতা – রা পুরো group – এর জমা দেওয়া ছবিগুলো কে review করবেন। তারা দেখবেন যে কোন জিনিসটা বেশীরভাগ ছবিতে রয়েছে এবং সেই point গুলো তে feedback দেবেন। তা ছাড়া পরামর্শদাতা – রা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন যার সঙ্গে course – এর সম্পর্ক আছে আর যা forum – এ করা হচ্ছে।

পরামর্শদাতা – দের ছবিগুলো কে grade দেওয়ার পর, feedback forum – এ দিয়ে দেওয়া হবে। যে কোনো student – এর assignment – এর performance বাকিরা দেখতে পাবে। আমাদের শিক্ষ্যাধারার একটা মূল দিক হল group – এর বাকিদের কাজ থেকে শেখার চেষ্টা করা। এটা ব্যেক্তিগত এবং সমষ্ঠিগতভাবে improve করতে সাহায্য করে।


পরামর্শদাতা – এর evaluation – এর পর কি কি হতে পারে

a) 1. সমস্ত approved ছবি কে pass marks দেওয়া হবে। grade A, B, এবং C ব্যবহার করা হবে (A সব থেকে ভালো)

কিংবা

b) 2. যে ছবি আপনি জমা দিয়েছেন তা পরামর্শদাতা approve নাও করতে পারেন। আপনি যদি Grade C পাওয়ার মত marks না পান তাহলে আপনার ছবিটিকে RS হিসেবে mark করা হবে যার মানে reshoot. পরামর্শদাতা আপনাকে বলে দেবেন re – shoot কেন করতে বলা হয়েছে আর কিভাবে আপনি নিজেকে ঠিক করবেন। এ ক্ষেত্রে আপনাকে আগের সপ্তার এবং এই সপ্তার দুটো ছবিই upload করতে হবে।
Note – এক একটা topic – এর জন্য একবার করে reshoot করার সুযোগ দেওয়া হবে। আপনি যদি reshoot pass না করতে পারেন তাহলে আপনার জন্য LLA Online – এর সমস্ত সুবিধে উপলব্ধ থাকবে তবে আপনি LLA Online – এর থেকে কোনো certificate পাবেন না।

কিংবা

c) 3. যদি আপনি ছবি submit না করতে পারেন যে কোনো কারণে – তাহলে আপনি একটা extension – এর জন্য request পাঠাতে পারেন, তবে তাতে submit না করার কারণ দিতে হবে। এই request – টা administration – এর কাছে যাবে এবং তারাই ঠিক করবেন যে extension – টা আদৌ দেওয়া হবে কি না। এই পুরো বিষয়টা নির্ভর করছে আপনার submit করতে না পারার কারণের ওপর এবং আপনাকে administration – এর তরফ থেকেই জানিয়ে দেওয়া হবে যে ঠিক কি করতে হবে।

আপনি প্রত্যেকটা session – এ সফল হতে পারলে আপনাকে একটা certificate দেওয়া হবে course – এর শেষে

অংশগ্রহণকারী গ্যালারী

প্রশংসাপত্র

মজার ঘটনা

Icon
OVER 500 IMAGES CONTRIBUTED BY 90 PROFESSIONAL PHOTOGRAPHERS
Icon
198 PROFESSIONALS WORKED ON THE PROJECT
Icon
THREE YEARS
IN THE MAKING
Icon
BUILT ON 17 YEARS
OF PROFESSIONAL PHOTOGRAPHY EDUCATION

Learn Photography in Indian Languages

Get Creative with Photography is the first of its kind online photography course with a structured learning programme, developed in India, for photography enthusiasts across the world. Learn photography in Indian Languages ( Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Tamil and Telugu) + English.

More Information

Enroll Now