LLA online এমন একটা platform যেখানে student – রা শিখতে পারে কিভাবে তাদের creative দিকটা কে তারা আরো ভালো করে বুঝতে পারে এই structured learning programme – এর মাধ্যমে। এক একটা course – এ রয়েছে learning module যা একটা একটা বিশেষ order – এ পরিবেষন করা হয়েছে যাতে একটা module কে বোঝার পরই পরের module – টায় এগোনো যায়।
একটা module কে পরিবেষণ করা হয়ে একটা video lesson – এর মাধ্যমে। তারপর থাকে একটা assignment যাতে lesson – এ শেখা বিষয়টিকে practice করা যায়। LLA online – এর পরামর্শদাতা – রা হলেন Light and Life Academy – র প্রাক্তনি এবং তারা সবাই আজ photography – র নানান field – এ পেশাদার হিসেবে যুক্ত আছেন। তারা সবাই বোঝেন যে এই programme – টা structured, এতে সময়ের বিশেষ গুরুত্ব আছে আর তাই তারা প্রত্যেকটি participant কে তাদের assignment – এর বিষয়ে মতামত দেবেন যাতে তারা আরো ভালো ছবি তুলতে পারে। এটা করার একটাই উদ্যেশ্য, যাতে শিক্ষ্যা এবং creativity খুবই উচ্চমানের হয়।
LLA online – এর সবকটা photography course assignment – process – টা কে follow করে, সেটা follow না করতে পারলে একজন student কে পরের module – এর দিকে এগোতে দেওয়া হবে না। এটার করা উদ্যেশ্য হল এই যে photography – র প্রত্যেকটা দিক যেন student – এর কাছে খুবই পরিষ্কার হয়ে যায়।
এই course English ছাড়া 9 – টা ভারতিয় ভাষায় পাওয়া যায় যেমন বাংলা, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Odiya, Tamil, Telugu
এর সৃষ্টির গল্প
Brooks Institute, California, USAতে degree নেওয়া আর Hollywood – এ professional photography – র line – এর কিছু বিক্ষ্যাত মানুষের সঙ্গে কাজ করার পর দেশে ফিরে এসে Iqbal Mohamed বুঝতে পারেন যে এই সমস্ত break – গুলো পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।
Iqbal তার creativity ব্যবহার করে Mumbai এবং Bangalore – এর advertising জগতে ক্ষ্যাতি অর্জন করেন এবং বহু national আর international award পান। প্রায় প্রতিদিন উঠতি photographer – রা Iqbal – এর studio – তে আসতেন জানতে যে কিভাবে তাদের কাজের মান আরো ভালো করা যায়। তারা যখন তাদের তোলা ছবি Iqbal কে দেখান তখন উনি বুঝতে পারেন যে ভারতে একটা professional photography institute – এর খুব বেশী দরকার আছে। উনি Anuradha Iqbal – এর সাহায্যে ভারতের প্রথম full – facility professional photography institute – এর স্থাপন করেন 2001 সালে।
Light and Life Academy গত 17 বছরে অনেক professional photographer – দের তৈরি করেছে যারা উচ্চমানের artist এবং যারা industry – তে নিজেদের জন্য একটা বিশেষ জায়গা বানিয়ে ফেলেছেন আর national এবং international award জিতেছেন
Iqbal আর Anuradha, দুজনেরই স্বপ্ন ছিল এই দেশে ক্রমাগত বেড়ে ওঠা উৎসাহি photographer – দের কাছে পৌঁছনোর। এই কাজের দিকে প্রথম পদক্ষ্যেপ ছিল portrait and function photography নামের বইটি যা English ছাড়া আরো আটটি ভাষায় প্রকাশিত হয়। বইটি নিয়ে সবার মধ্যে খুবই উৎসাহ জাগে এবং এরকম আরো কিছু পদক্ষ্যেপের আশা করা হয় আমাদের থেকে।
Light & Life Academy – র এতদিনের শিক্ষ্যাপ্রদানের experience আর প্রযুক্তিগত উন্নয়নের জন্য এটা মনে করা হচ্ছে যে এবার সময় হয়েছে আরো বেশী মানুষ কে photography নিয়ে শিক্ষ্যা প্রদান করার।
সেই শূন্যস্থান পুরোন করে LLA Online, আমাদের প্রাণের কাছের একটা প্রচেষ্টা যার মাধ্যমে আমরা সেই সমস্ত মানুষ কে photography সেখাতে চাই যাদের কাছে photography সম্পর্কে জানার কোনো উপায় নেই। এর মাধ্যমে তারা নিজেদের creativity – টা কে ব্যবহার করতে পারে এবং ভালো ছবি তুলতে পারে। এই programme – টা design করেছেন Iqbal Mohamed যিনি একজন perfectionist এবং যিনি photography – র যে কোনো বিষয় নিয়ে খুবই passionate
LLA Online programme খুবই special কারণ এর পেছনে রয়েছে LLA – র প্রাক্তনিদের একটা বিরাট support. LLA – র প্রাক্তনিরা যে শুধু এই programme – টা তৈরি করতে সাহায্য করেছেন তা নয়, তারা এখানে participant – দের guide – ও করছেন আর তাদের নিজেদের experience – এর সাহায্যে participant – দের বোঝাচ্ছেন যে আরো কতটা creative হওয়া যেতে পারে।
LLA – র mission হল এমন একটা platform – এর সৃষ্টি করা যাতে participant – দের দরকারি tips, জ্ঞ্যান, এবং guidance দেওয়া যায় যাতে তারা নিজেদের crative দিকটা চিনে তাকে সঠিক পথে চালিত করতে পারে
ইকবাল মোহামেদ
ইকবাল মোহামেদ
Iqbal Mohamed হলেন ভারতের অন্যতম বিক্ষ্যাত Advertising Photographer। Brooks Institute – এর এই প্রাক্তনি Loyola College (Chennai) থেকে History আর Political Science – এ Bachelors of Arts degree পেয়েছেন, আর University of Madras থেকে উনি MBA করেছেন। photographer হিসেবে ওনার career – এ উনি দেশী বিদেশি অনেক client – এর জন্য campaign shoot করেছেন। ওনার client – এর মধ্যে রয়েছে - Ford, Toyota, FIAT, Taj Group of Hotels, Colour Plus, Ponds, TVS, Timex, Reebok, GE, BPL, Coca Cola, Ashok Leyland, Cairn India, Tamil Nadu Tourism। উনি সরকার এবং নানান NGO – র জন্য social awareness campaign তৈরি করেছেন
"Portrait & Function Photography" by Iqbal Mohamed হল প্রথম সেই ধরণের একটা বই যা English ছাড়া আরো আটটা ভাষায় প্রকাশ করা হয় যাতে সাধারণ মানুষ photography সম্বন্ধে শিখতে পারেন। ওনার "Vibrant at 1000" বইটি 1000 বছর পুরোনো Thanjavur – এর মন্দির নিয়ে এবং তা বহু চর্চিত। উনি UNESCO World Heritage Site নিয়েও দুটো বই লিখেছেন "the Nilgiris Mountain Railway" আর "Chola Architecture"। Iqbal – এর photography – র কাজ তাকে বিশ্ব জোড়া ক্ষ্যাতি এবং অনেক পুরষ্কার এনে দিয়েছে। photography শিক্ষ্যার ক্ষেত্রেও ওনার কাজ কে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ওনাকে পুরষ্কৃত করা হয়েছে। ওনার লক্ষ্য হল মানুষ কে নিজের creativity প্রকাশ করার উপায় হিসেবে photography কে বেছে নিতে উৎসাহি করা।
অনুরাধা ইকবাল
অনুরাধা ইকবাল
Iqbal হলেন LLA Online – এর পেছনের creative force এবং Anuradha planning আর operations – এর দায়িত্বে আছেন। একজন marketing আর advertising professional হিসেবে Anuradha – র দশ বছরের বেশী experience রয়েছে। Anuradha নানান দেশী বিদেশী client – এর জন্য planning এবং creatives – এর দায়িত্ব নিয়েছেন এবং নানান award জিতেছেন। উনি হলেন Light & Life Academy – র co – founder. উনি commerce – এ graduation করেছেন এবং Mumbai University থেকে Economics – এ post graduation করেছেন। ওনার advertising and marketing – এ diploma রয়েছে এবং উনি দেশে বিদেশে নানান training programme – এ অংশগ্রহণ করেছেন। Anuradha অনেক environmental preservation আর social awareness programmes – এর সঙ্গে যুক্ত আছেন। ওনার স্বপ্ন হল বাচ্ছাদের art – এর মাধ্যমে নিজেদের জীবনের গুণমান আরো ভালো করতে শেখানো।
প্রহ্লাদ মুরলিধরণ
প্রহ্লাদ মুরলিধরণ
মানুষ কেমনভাবে ভাবে? কেন তাদের মধ্যে কিছু বিশেষ ব্যবহার দেখা যায়? সমাজ কিভাবে টিকে থাকে, কেনই বা সমস্যার সৃষ্টি হয়? এই সমস্ত কিছু জানার জন্যই Prahlad ঠিক করেন psychology পড়বেন। মানব মনোবিজ্ঞান নিয়ে পড়ার পর Prahlad সমাজের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন এবং তিনি social work – এ post graduation করেন, আর Medical Psychiatry – তে major করেন। তবে সবার মধ্যে শান্তি বজায় রাখার ইচ্ছে তার মধ্যে প্রখর হয়ে ওঠে।
Iqbal – এর সঙ্গে তিনি অনেকটা সময় কাটাতে গিয়ে অনেক কিছু শেখেন আর তারপর নানান photographer এর সঙ্গে থাকার দরুন তিনি ছবিও তুলতে শেখেন। তা ছাড়া উনি Iqbal – এর সঙ্গে school এবং college student – দের জন্য photography workshop করান আর তার থেকেই উনি বুঝতে পারেন যে একটা ছবি যোগাযোগের পথে সমস্ত বাধা কে ভেঙ্গে দিতে পারে কারণ তার কোনো ভাষা নেই আর তাই কোনো ধরণের ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়না।
আর সেই থেকেই Prahland photography – তে এতটাই interested হয়ে পড়েন যে তিনি Iqbal Mohamed আর Anuradha – র সঙ্গে কাজে নামেন যাতে photography – র মাধ্যমে মানুষ নিজেদের express করতে পারে এবং সবার সঙ্গে connect করতে পারে। এটা এমন একটা art form যা সবার মন ভালো করে দেয়।
LLA Online photography education programme এর উদ্যেশ্য হল এই ধারণাগুলো কে বাস্তবায়িত করা।
Like Light & Life Academy's professional photography programme and India's first book on photography in 8 languages, Portrait & Function Photography, LLA Online photography program is also a pioneering effort.